নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নির্বাচনী সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে রণংদেহী মেজাজে দেখা গেলো। হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গিয়েছে, কোথাও কুইক রেসপন্স টিমকে দেখা যাচ্ছে না। পুলিশ এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে। এমনকি ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে।’’ পাশাপাশি এও অভিযোগ করেন, ‘‘পুলিশ তাঁর কনভয়কে কেশপুরে আটকে দেয়।’’
কনভয় আটকে দিতেই হিরণ চট্টোপাধ্যায় গাড়ি থেকে নামলে পুলিশ হিরণ চট্টোপাধ্যায়কে জানায়, ‘‘আপনি গাড়ির সংখ্যা কমান, নাহলে যেতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন থেকে নির্দেশ রয়েছে, এতগুলো গাড়ি নিয়ে এগোনো যাবে না।’’ এরপর সে পাল্টা বলেন, ‘‘কাগজ দেখান, আমাকে আটকাচ্ছেন কেন? আপনারা আমাকে নিরাপত্তা দিতে পারেননি, তাই কেন্দ্র নিরাপত্তা দিয়েছে। আর ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, হিরণ চট্টোপাধ্যায়ের সামনে এসে এক জন ভোটার এসে জানালেন, ‘‘ভোট দিতে দেওয়া হয়নি। তৃণমূলের লোকজন বাড়ি চলে যেতে বলেছে।” একথা শুনেই হিরণ চট্টোপাধ্যায় ওই ভোটারের হাত ধরে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যান। আর বলেছেন, “আমরা দাঁড়িয়ে আছি। ওঁকে ভোট দিতে দিন, আমরা ওঁকে বাড়ি পৌঁছে যাব। উনি ভয় পাচ্ছেন।” এভাবেই সকাল থেকে বিজেপি প্রার্থীকে অ্যাকশন মোডে দেখা যায়।
Sponsored Ads
Display Your Ads Here