অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সাতসকালেই মা উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ মা উড়ালপুলের উপর দিয়ে দুই জন যুবক বাইক নিয়ে যাওয়ার সময় পরমা আইল্যান্ডের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে উপর থেকে নীচে পড়তেই ২ জনের মৃত্যু হয়। মৃতরা হলো বউবাজারের বাসিন্দা ১৮ বছর বয়সী দানিস আলম ও ১৯ বছর বয়সী আনিস রানা।
জানা গেছে, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় বাইকটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারতেই বাইকটি দানিস এবং আনিসকে নিয়ে ছিটকে নীচে পড়ে যায়। গোটা চত্বর রক্তে ভেসে যায়। ট্র্যাফিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা ঘটে। বাইক আরোহীদের এক জনের মাথায় হেলমেট ছিল না।
এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা দানিস দাদার বাইক নিয়ে বেরিয়েছিল। কিন্তু পথে যে এই ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা কেউ ভাবতে পারেননি। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দানিস ও আনিসের পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত, এর আগেও মা উড়ালপুলের উপর একাধিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও দুর্ঘটনা ঘটে চলেছে।