ভিত খুঁড়ে বাড়ি থেকে চুরির ঘটনায় শোকগ্রস্ত পরিবার
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ ঘরের ভিত খনন করে চুরি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর দিনাজপু্রের চোপড়া থানায় কুমারটোল এলাকায় ঘটনাটি ঘটেছে।
বাড়ির মালিক অচিন্ত্য বালা জানান, “তার জামাইবাবু মারা গিয়েছে সেই জন্য তারা শিলিগুড়িতে গিয়েছিলেন। কিন্তু প্রতিবেশী মারফত সেখানে তার বাড়ির চুরির খবরটা পাওয়া মাত্র তড়িঘড়ি তারা এসে দেখেন বাড়ির ভিত খুঁড়ে খুঁড়ে চোর ঘরের মধ্যে ঢুকে সব সামগ্রী চুরি করে নিয়ে গেছে। বাড়ির জামা-কাপড় ও আসবাবপত্র সব লন্ডভন্ড করা। এছাড়া কিছু সোনার সামগ্রীও ছিল তাও চুরি গেছে”।
এই ঘটনায় ওই বাড়িতে যথেষ্টই শোকের ছায়া নেমেছে। তারা ভেবে পাচ্ছে না এরপর কি করবেন। অচিন্ত্যবাবু আরো বলেন যে, “কিছু নগদ অর্থও বাড়িতে রাখা ছিল তবে চোর সব চুরি করে নিয়ে চলে যায়”।
তারপর এই ঘটনার খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ তার বাড়িতে এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।