ব্যুরো নিউজঃ চলতি বছরে পুয়ের্তো রিকোতে আয়োজিত সৌন্দর্য্য প্রতিযোগীতায় পোল্যান্ডের ক্যালোলিনা বিলাস্কা ৭০ তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিলেন। এছাড়া দ্বিতীয় স্থানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি আছেন। আর তৃতীয় স্থানে পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস রয়েছেন।
ক্যারোলিনা মেক্সিকো, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে প্রতিভা এবং সৌন্দর্য্যের জেরে বিশ্বসুন্দরীর খেতাব ছিনিয়ে নিয়েছেন। ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
Missworld.com এর মতে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন। পিএইচডি করতে চান। তাছাড়া পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন। ভবিষ্যতে টিভি সঞ্চালিকা ও মোটিভেশনাল স্পীকার হওয়ার স্বপ্ন দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে বিশ্বসুন্দরীর বিষয়ে জানা গিয়েছে, বহু বছর ধরেই ক্যারোলিনা একটি স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত। সংকটে থাকা গৃহহীন মানুষদের সাহায্যের পাশাপাশি তাদের সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সামাজিক বর্জনের বিরুদ্ধে লড়াই করে চলে তাঁর বিউটি উইথ এ পারপাস প্রোজেক্ট ‘জুপা না পিট্রিনি’। প্রতি রবিবার ক্যারোলিনা স্যান্ডউইচ, খাবারের প্যাকেট ও গরম খাবার-পানীয় নিয়ে প্রায় ৩০০ জন গৃহহীনদের সাহায্য করেন। এমনকি প্রয়োজনে চিকিত্সার ব্যবস্থাও করেন। এর সাথে গৃহহীনদের জন্য কোভিড ভ্যাক্সিনেশন কেন্দ্রের ব্যবস্থাও করেছিলেন।