ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আবারও উত্তাল বাংলাদেশ। বিগত দু’দিন ধরে চাকরীর জাতীয়করণের দাবীতে আনসার সদস্যরা বিক্ষোভ আন্দোলন করছিলেন। গতকাল রাতে আন্দোলনকারীদের সঙ্গে ঢাকার সচিবালয়ের কাছে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
সূত্রের খবর, গতকাল দুপুরবেলা থেকেই বাংলাদেশের প্যারামিলিটারির সহায়ক বাহিনী ও আনসারের সদস্যরা চাকরীর জাতীয়করণ এবং স্থায়ী নিয়োগের দাবীতে সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। ফলে ছাত্র নেতা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা হয়েছে। আর এই খবর পেয়েই রাত ৯টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। তারপর তুমুল মারপিট, ধস্তাধস্তি হয়। এর জেরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী নামানো হয়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, গতকালই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তথা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিভাগের পরামর্শদাতা জাহাঙ্গির আলম চৌধুরী আন্দোলনকারীদের আশ্বাস দিলে আনসার বাহিনী আন্দোলন তুলে নেয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্তই ছিল। এরপরই রাতে সংঘর্ষ শুরু হয়।
নাহিদ ইসলামের দাবী, “আনসার বাহিনী বড়ো ষড়যন্ত্রের অংশ। তাই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, আনসার এবং ভিলেজ ডিফেন্স ফোর্সের জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, “যারা আন্দোলন জারি রেখেছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়। বহিরাগতরা অন্য পোশাকে এসে অশান্তি শুরু করে।”