মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচীকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যারাকপুরে বি টি রোড, এস এন ব্যানার্জী রোড অবরুদ্ধ হয়ে থাকে। আম জনতা আতঙ্কিত হয়ে দোকান-পাট সব বন্ধ করে দেয়।
এদিন বিজেপির ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ বিজেপি কর্মীদের আটকাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের তৈরী করা বাঁশের ব্যারিকেড ভেঙে কমিশনারের দপ্তরের দিকে এগিয়ে যান। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে। টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয়।
এদিকে পুলিশকে পাল্টা জবাব দিতে বিজেপি কর্মীরা ইট-পাথর ছুঁড়তেই পুলিশ বিজেপি কর্মীদের উপরে পাল্টা লাঠিচার্জ শুরু করে। ফলে মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক গুরুতর আহত হন। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানান, ‘‘আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। আমরা তো কমিশনারকে ধরে নিয়ে যেতাম না।
পুলিশই বিনা প্ররোচনায় প্রথমে আমাদের কর্মী-সমর্থকদের উপর ইট ছুঁড়েছে। একজনের মাথাও ফাটিয়ে দিয়েছে। পুলিশ মাথায় মারবে কেন?’’ কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্যের দাবী, ‘‘পুলিশ যা করেছে, সব আইন মেনেই করেছে। তবে বিজেপি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, তার যথাযথ তদন্ত হবে।’’