ব্যুরো নিউজঃ সুইজারল্যান্ডঃ বর্ষবরণের উৎসব মুহূর্তে বদলে গেল শোকে-আতঙ্কে। সুইৎজ়ারল্যান্ডের ক্র্যানস মন্টানার লে কনস্টেলেশন নামক পানশালায় বিস্ফোরণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ১০০-এরও বেশি। বর্ষবরণের উৎসব চলাকালীন ঘটে যাওয়া এই বিস্ফোরণ কোনও জঙ্গি হামলা নয় বলে স্পষ্ট জানাল সুইস পুলিশ।

স্থানীয় সময় অনুযায়ী রাত প্রায় দেড়টা নাগাদ নববর্ষ উদ্যাপনের মাঝে পানশালাটিতে একের পর এক বিস্ফোরণ হয়। এতে মুহূর্তে গোটা পানশালায় আগুন ধরতেই সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে পর্যটকরাই বেশি থাকতে পারেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবাগুলি। আনা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার চেষ্টা চলছে। সূত্রের খবর, সুইৎজারল্যান্ডের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, একটি কনসার্টের সময়ে বাজি ফাটানোর জন্য আগুন লেগেছে, যদিও পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।

যে সময়ে এই বিস্ফোরণ ঘটেছে, সেই সময়ে একশোরও বেশি লোক উপস্থিত ছিলেন ওই পানশালায়। উল্লেখ্য, সুইৎজারল্যান্ডের ভালাইস এলাকায় একটি অভিজাত স্কি রিসর্ট ক্রানস-মন্টানা। বছরের বেশীরভাগ সময় এই এলাকায় বিদেশী পর্যটকদের ভিড় থাকে।
Sponsored Ads
Display Your Ads Here









