চয়ন রায়ঃ কলকাতাঃ আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বালিগঞ্জের রাজ্য বি এড বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, অনুমোদন বাতিল হওয়া ২৫৩টি বেসরকারী বিএড কলেজের সাথে যুক্ত কয়েকজনের থেকে নানা রকম ভাবে হুমকি এসেছে। এর জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যতদিন না অবধি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের দাবী, প্রয়োজনীয় পরিকাঠামো সহ একাধিক অনিয়মের কারণে সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের জন্য ২৫৩টি বেসরকারী বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছিল। এরপর থেকেই গত কয়েক দিন ধরে বাতিল হওয়া কলেজগুলির তরফ থেকে একাধিক কলেজ বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছে। আর ওই কলেজগুলির সাথে যুক্ত থাকা অধ্যাপক-অধ্যাপিকারাও বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসের সামনে এসে লাগাতার বিক্ষোভ করছেন। যা এদিনও চলছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, “বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত কাজও বন্ধ হয়ে গিয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে।” উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, “বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যা বলার নোটিশে বলা হয়েছে।” অন্যদিকে ২৫৩টি বেসরকারী বিএড কলেজের অনুমোদন বাতিল নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সমগ্র বিষয়টি দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হবে।” কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো অবধি ওই সংক্রান্ত কোনো চিঠি এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here