মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা বারাসাত লোকসভা কেন্দ্রের মহম্মদপুর এলাকায় অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার গোবিন্দ বিশ্বাসকে নির্বাচনে ভাড়া নেওয়া তৃণমূলের লোগো লাগানো গাড়িতে চড়ে বুথে বুথে ঘুরে বেড়াতে দেখা গেলো। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে?
তবে গাড়ির চালক জানান, “গাড়ি ভোটে ভাড়া নেওয়া হয়েছে। গাড়ি থেকে লোগো খুলতে পারিনি। আর লোগো না থাকলে সংশ্লিষ্ট রুটে গাড়ি চালানো যাবে না।” সিপিআইএম যুব নেতা সপ্তর্ষি দেব এই প্রসঙ্গে বলেন, “এই ছবি নিয়ে চিফ ইলেকশন কমিশনকে মেইল করে অভিযোগ জানাবো।”
Sponsored Ads
Display Your Ads Here
রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেছেন, “এই রকম কোনো ঘটনা জানি না। যদি কোনো সরকারী আধিকারিক পার্টির ঝান্ডা লাগিয়ে যান তাহলে তাঁকেই উত্তর দিতে হবে।” বারাসাত লোকসভা কেন্দ্রের কো কনভেনার অনুপম ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, “আমরা ইসিআই-কে বারবার বলেছি যে তৃণমূল প্রভাবিত করার চেষ্টা করছে। সরকারী কর্মচারী ফেডারেশন যারা তৃণমূল কংগ্রেস করেন এই ভোটে তাদেরও নিযুক্ত করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here