অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বগটুই কান্ডের আঁচ এবার বিধানসভায় পড়তেই বিধানসভা উত্তাল হয়ে উঠলো। রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে দশ জনের মৃত্যুর প্রতিবাদে আজ বিজেপি বিধায়করা নিহতদের ঝলসানো ছবি হাতে নিয়ে মাটিতে বসে পড়ে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ হয়। বিধায়কেরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিরোধীরা দাবী তুলে জানান, ‘‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তাই অবিলম্বে পুলিশমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’’ শ্লোগান ওঠে, ‘মা-বোনেরা জ্বলছে’, ‘বাংলা জ্বলছে’।
অন্যদিকে বিজেপি বিধায়করা ‘পুলিশ মন্ত্রী হায় হায়’ শ্লোগান তুলে হাততালি দিয়ে বিক্ষোভের সুর চড়াতে থাকেন। এর পাশাপাশি এই ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের দাবীও জানানো হয়। তবে প্রায় ৩০ মিনিট পর বিজেপি বিধায়করা ওয়াকআউট করে চলে যান।