১ ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযোগের তীর আত্মীয়ের বিরুদ্ধে
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বৈদ্যনাথ পাড়া এলাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ আনলেন পরিবারের লোকেরা। মৃতের নাম অঞ্জন সিং। বাড়ি বালুরঘাট বৈদ্যনাথ পাড়া এলাকায়।
মৃতের বাড়ির লোকেদের অভিযোগ, গতকাল রাতে অঞ্জনবাবু শ্বশুরবাড়িতে কোনো কাজের জন্য গেছিলেন সেই সময় তার সমন্ধীর সঙ্গে বচসা বাঁধে। আর তখনই সম্বন্ধী ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেন। তাতেই অঞ্জনবাবু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে যান।
এরপরে অঞ্জনবাবুকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের বাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানা গেছে।
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে গেছে। যদিও অঞ্জনবাবুর ভাইয়ের অভিযোগ এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তার সমন্ধি পলাতক রয়েছেন।