নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দিতে দুর্গাপুজোর বিসর্জনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলা বচসাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়।
জানা গেছে, এবার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায় পুরভোটে দলীয় টিকিটে লড়তে না পারায় নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন। আর জয়ী হওয়ার পর আবার তৃণমূলে যোগ দেন। ফলে চার নম্বর ও নয় নম্বর ওয়ার্ডের বেশ কিছু ক্লাবের আধিপত্য দখল নিয়ে রেষারেষি অব্যাহত ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন প্রতিমা বিসর্জনের সময় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষ এবং তার দলবল গুরুপদবাবুর বাড়ি ভাঙচুর করেন। এরপর গুরুপদবাবুর দলবল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করেন। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হলে কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর আক্রান্ত তৃণমূল কাউন্সিলর গুরুপদ জানান, ‘‘এই ঘটনার সঙ্গে প্রতিমা বিসর্জনের কোনো সম্পর্ক নেই। ওরা অন্যায় ভাবে এলাকা দখল করতে পরিকল্পিত হামলা চালিয়েছে।’’ অন্য দিকে, সুপ্রিয়বাবু বলেন, ‘‘আমাদের প্ররোচিত করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে গোলমাল বাধানো হয়েছে। তৃণমূলের মধ্যে থেকে দলকে কালিমালিপ্ত করতে এই চক্রান্ত করা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here