নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের পাটনায় একটি বিদ্যালয়ের জলের ট্যাঙ্কের ভিতর থেকে ৫ বছর বয়সী এক পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়।
সূত্রের খবর, গতকাল শিশুটি বিদ্যালয় গিয়েছিল। কিন্তু বিদ্যালয় ছুটি হয়ে গেলেও বাড়ি না ফেরায় শিশুটির পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর দুপুর পেরিয়ে সন্ধ্যাবেলা হয়ে গেলেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের তরফে পাটনার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পুলিশ অভিযাগের ভিত্তিতে ঘটনাস্থলে যায়। তারপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যেখানে শিশুটিকে বিদ্যালয়ে ঢুকতে দেখা গিয়েছে। তবে বেরোতে দেখা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে শিশুটির সম্পর্কে জানতে চান। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বিদ্যালয় চত্বরে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই জলের ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। আর তারপর পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালান। এমনকি বিদ্যালয়ের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও পুলিশ এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে। আর এই ঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়।