স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নিয়মবহির্ভূতভাবে অ্যাম্বুলেন্স চালক ভাড়া বেশী নিয়ে করোনা আক্রান্ত মৃতদেহ হাসপাতাল গেটের সামনে ফেলে পালালেন। প্রায় চার ঘণ্টা ধরে এমারজেন্সি গেটের সামনে মৃতদেহ পড়ে রইলো। তাই করোনা সংক্রমণ ছড়ার সম্ভাবনায় হাসপাতালের রোগী ও তাদের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, দিন কয়েক আগে মাঝবয়সী এক মহিলার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর মহিলাটি বাড়িতেই সেফ হোমে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা বাড়ার কারণে আজ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অভিযোগ ওঠে হাসপাতাল থেকে তিন-চার কিলোমিটার দূরত্ব হওয়া সত্ত্বেও ওই অ্যাম্বুলেন্স চালক নিয়মবহির্ভূতভাবে প্রায় সাড়ে ৩ হাজার টাকা দাবী করেন। অবশেষে অসহায় হয়ে রোগীর পরিবার সম্পূর্ণ টাকা অ্যাম্বুলেন্স চালককে দিলে তবে তাকে হাসপাতালে নিয়ে আসে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=2tKRY84q-GM
কিন্তু হাসপাতালে মৃত্যু হওয়ার পর ওই অ্যাম্বুলেন্স চালক ওই রোগীকে ফেলে পালিয়ে যায়। প্রায় চার ঘন্টা ধরে করোনা আক্রান্ত মৃতদেহ হাসপাতাল গেটের সামনে পড়ে থাকে। যার কারণে হাসপাতাল চত্বরে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=3x7lsMdfEjY
এই বিষয়ে হাসপাতাল সুপার তারক বর্মন বলেন, “আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি। পুলিশ ওই অ্যাম্বুলেন্স চালকের খোঁজে তদন্ত শুরু করেছে। এছাড়া ইতিমধ্যে ওই করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।