অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কবি সুভাষ থেকে অফিস যাতায়াত নিয়ে আপাতত যাত্রীরা চিন্তামুক্ত হলেন। কবি সুভাষ মেট্রো স্টেশনের জটিলতা অনেকটাই। মেট্রো স্টেশন খুলবে কবে, মেট্রো কর্তৃপক্ষ তা নিশ্চিতভাবে বলতেই পারছে না। এই পরিস্থিতিতে যাতায়াত তো বন্ধ থাকতে পারে না। তাই যাত্রীদের দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে এবার মেট্রো ও রাজ্য পরিবহন দপ্তর তৎপর হয়ে উঠেছে।
আজ থেকে কবি সুভাষ থেকে মেট্রোর পরিবর্তে বাস এবং শাটল পরিষেবা চালু হয়েছে। এই সরকারী বাসটি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো অবধি চলবে। যার ভাড়া দশ টাকা। যা যাত্রীদের অনেকটাই সাশ্রয় হবে। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, অফিস টাইম মেনেই এই সরকারী বাসগুলি চলবে। সারাদিন যাতায়াত মিলিয়ে মোট তিনটি বাস চলবে। সকাল ৮টা থেকে ১১টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। আর বাকি সময় শাটল পরিষেবা থাকছে।
উল্লেখ্য, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন কবি সুভাষ। যেখান থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো যাতায়াত করে। কিন্তু সেই স্টেশনেই একুশটি স্তম্ভের মধ্যে চারটি স্তম্ভে ফাটল ধরা পড়েছে। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের জন্য কর্মীর অভাবও রয়েছে। সব মিলিয়ে কবি সুভাষ মেট্রো থেকে যথাযথ পরিষেবা পাওয়া যাবে? তা কেবল সময়ের অপেক্ষা।
Sponsored Ads
Display Your Ads Here