নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ তীব্র গরমে ভিড় ট্রেনে যাত্রীদের নাজেহাল অবস্থা হতে হয়। কিন্তু সব কষ্ট উপেক্ষা করে মানুষকে অফিস হোক বা দরকারী কাযে বেরোতেই হয়। তবে এবার রেল প্রবল গরম থেকে যাত্রীদের বাঁচাতে বড়ো উদ্যোগ নিল। তাই যাত্রীদের কথা মাথায় রেখে নদীয়ার রানাঘাট থেকে শিয়ালদহ অবধি এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে।
ইতিমধ্যে ট্রায়ালের মধ্য দিয়ে প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই এসি লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে, তা এখনো অবধি সুনিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই এই এসি ট্রেন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। উল্লেখ্য, আগেই রেলের তরফে জানানো হয়েছিল, “শিয়ালদহ থেকে এসি লোকাল চালু হবে। আপাতত বারো কোচের দু’টি রেক দেওয়া হচ্ছে।”
এই ট্রেন অনেকটা মেট্রোর মতো হবে। স্টেশনগুলিতে পৌঁছানোর পরেই দরজা খোলা হবে ও প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লে আবার বন্ধ হয়ে যাবে। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য এই উদ্যোগ। ড্রাইভার-গার্ডের কাছে সংশ্লিষ্ট দরজার নিয়ন্ত্রণ থাকবে। তারাই ট্রেনের বগিগুলির দরজা পরিচালনা করবে। এই ট্রেন চালু হলে নিত্যযাত্রীরা স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
Sponsored Ads
Display Your Ads Here