নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ নতুন সংসদ ভবনের উপর জাতীয় প্রতীক অশোকস্তম্ভ বসানো হবে। তাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আবরণ উন্মোচন করলেন। সাড়ে ন’হাজার কেজি ব্রোঞ্জ দিয়ে সাড়ে ছ’মিটার উচ্চ অশোক স্তম্ভটি তৈরী করা হয়েছে।
প্রতীকটি নীচ থেকে ধরে রাখার জন্য একটি ইস্পাতের কাঠামোও তৈরী করা হয়েছে যার ওজন প্রায় সাড়ে ছ’হাজার কেজি। অশোকস্তম্ভটি মোট আটটি স্তরে তৈরী করা হয়। কম্পিউটার গ্রাফিক ইমেজ থেকে প্রথমে একটি মাটির মডেল তৈরী করে সেটি থেকে ব্রোঞ্জের মডেল তৈরী হয়েছে। প্রতীকটি তৈরী করতে প্রায় ন’মাস সময় লেগেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন নরেন্দ্র মোদী জাতীয় প্রতীকের আবরণ উন্মোচনের পর পুজোপাঠেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নতুন সংসদ ভবন নির্মাণের সাথে জড়িত থাকা নির্মাণ কর্মীদের সাথে কথাবার্তা বলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে লোকসভার স্পীকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী সহ কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী অংশগ্রহণ করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here