চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ফের ২০২২ সালের টেট উত্তীর্ণরা রাজপথে। প্রাথমিকে পঞ্চাশ হাজার নিয়োগের দাবীতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। এর জন্য সকালবেলা থেকে হাজার হাজার চাকরীপ্রার্থী করুণাময়ীতে জমায়েত হন। কিন্তু মেট্রো স্টেশনের বাইরেই পুলিশী ধরপাকড় শুরু হয়ে যায়। জমায়েত হতে না হতেই পুলিশ আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করেন।
এদিন সকালবেলা থেকেই আন্দোলনকারীরা করুণাময়ীতে জমায়েত করছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে পর্ষদে আন্দোলনের কর্মসূচী নিয়েছিলেন। তবে হঠাৎ পুলিশ জমায়েত হঠাতে শুরু করতেই দু’পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। এমনকি আন্দোলনকারীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলতে থাকেন। এককথায় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে।
এর মধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। আন্দোলনকারীদের দাবী, “এতগুলো বছর ধরে অপেক্ষা করছেন। কিন্তু এখনো অবধি নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি।” এক জন চাকরীপ্রার্থী জানান, “আমরা তিন বছর টেট পাশ করে বসে রয়েছি। আমার বাবা-মা তো না খেতে পেয়েই মরে গেল। আর আমরাও তাই হব! আর পুলিশ, পুলিশের বাড়ির লোকের সাথে এরকম হলে বুঝতে পারব।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, চাকরীপ্রার্থীদের টেনে হিঁচড়ে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তাতে অনেক চাকরীপ্রার্থীর জামা ছিঁড়ে যায়। এতেই আন্দোলনকারীরা ফুঁসে উঠে বলেন, “আমরা কি জঙ্গি? পুলিশ তো ক্রিমিন্যালের মতো অ্যারেস্ট করছে। রাজ্যটা আসলে ভাতার রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে।” মূলত, চাকরীপ্রার্থীদের একটাই দাবী, “অন্ততপক্ষে ইন্টারভিউয়ের নোটিশটা জারি করা হোক। পঞ্চাশ হাজার চাকরীপ্রার্থী খালি হাতে বসে রয়েছে।”