রায়া দাসঃ কলকাতাঃ আজ দুপুরবেলা প্রায় ১২ টা ৪০ মিনিট নাগাদ ক্লকাতার যাদবপুরের ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের জেরে চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
সংস্থার কর্মীরা বলেছে, “গবেষণাগারের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাওয়ায় মনে করা হচ্ছে গবেষণাগারের ভেতরে থাকা কোনো সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
দমকল বাহিনী খবর পেয়ে ১৩ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো অবধি জানা যায়নি। এছাড়া বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও ঘটনাস্থলে আসে। পাশাপাশি যাদবপুর থানার ওসি সহ স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাসও ঘটনাস্থলে এসে পৌঁছান।