স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নদীয়ার হাঁসখালি থানা এলাকার গাড়াপোতায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, বিগত দুই বছর ধরে হাঁসখালি থানার গাড়াপোতা এলাকার এক নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সৌমেন সরকার নামে এক যুবক ধর্ষণ করে। এছাড়া অভিযোগ নাবালিকাকে সৌমেন ধর্ষণ করার পর তার ছবি তুলে রাখে।
এরপর প্রতিনিয়ত ওই নাবালিকাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের ছবি ছেড়ে দেবার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে দু’বছর ধরে চলে মানসিক ও শারীরিক নির্যাতন করত।
Sponsored Ads
Display Your Ads Hereগত ২৭ শে মার্চ যখন ওই নাবালিকা বাড়ি থেকে রাস্তায় বেরোয় তখন তাকে সৌমেন রাস্তায় একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। নাবালিকার চিৎকারে লোক জড়ো হয়ে গেলে অভিযুক্ত সৌমেন পালিয়ে যায়। নাবালিকার বাবা ঘটনার বিবরণ জানিয়ে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেন।
https://www.youtube.com/watch?v=FgHGrxKVwXk
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় পুলিশ তদন্তে নেমে হাঁসখালি থানার বেনালীর বাসিন্দা সৌমেনকে গ্রেপ্তার করে। হাঁসখালি থানার কেস নম্বর ২০৩ মোতাবেক ভারতীয় দন্ডবিধি আইনের ৩৭৬ (২) এবং পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরিবার সূত্রে হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করার পর ধৃতকে হাঁসখালি থানার পুলিশ রানাঘাট সাব ডিভিশন আদালতে হাজির করে। সেখানে ধৃত সৌমেনের রানাঘাট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে শুনানি হয়। শুনানির শেষে রানাঘাট মহকুমা আদালত অভিযুক্ত সৌমেনের জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।