ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ অস্ট্রেলিয়া সরকার এবার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচের ভিসা বাতিল করে দিয়েছে। করোনা ভ্যাক্সিন না নেওয়ায় নোভাককে এই হেনস্থার মধ্যে পড়তে হয়েছে।
আগে থেকেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছিলেন, “করোনা প্রতিষেধক না নেওয়া হলে দেশে প্রবেশের জন্য বৈধ ভিসা দেখাতে হবে। আর সেটা না দেখারে পারলে দেশ থেকে বার করে দেওয়া হবে”।
সার্বিয়ান টেনিস তারকা দেশের রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচের কাছে সরাসরি ফোন করলে আলেকজান্ডার ভুসিচ আশ্বস্ত করে বলেন, “দেশের প্রত্যেকে নোভাকের সাথে আছে। ইতিমধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনাও শুরু হয়ে গেছে। বেলগ্রেডে অস্ট্রেলিয়ার দূতাবাসকে হুঁশিয়ারি বার্তাও দিয়ে রেখেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে যাতে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয় তা নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে”।
অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকদের দুই সদস্যের মেডিকেল বোর্ড প্রথমে নোভাককে ভিসার অনুমতি দেয়। কিন্তু অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স দেশে পা রাখার সাথে সাথে সেই ভিসা খারিজ করে দেয়। সারারাত বিমানবন্দরে আটকে থাকার পর সকালে নোভাককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।