নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ ভোরবেলা হুগলীর ডানকুনিতে দিল্লি রোডের পাশে থাকা একটি ওষুধের গুদামে আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর গুদামে প্রচুর পরিমাণ কাগজের বাক্স মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। আগুন সম্পূর্ণ নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। পাশাপাশি গুদামে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ভাবে কাজ করছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তবে এই অগ্নিকাণ্ডে এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।