হাসপাতালে দেহ পচার অভিযোগে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ বেশ কিছুদিন ধরে নদীয়ার কল্যাণী যক্ষ্মা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। কিন্তু সেই সময় থেকে হাসপাতালের পরিকাঠামো ও পরিছন্নতা নিয়ে রোগীর পরিবারের লোকেরা প্রশ্ন তুলেছিলেন। আর এবার বৃহস্পতিবার কল্যানীর এন এন এস করোনা হাসপাতালের অস্থায়ী কর্মীরা হাসপাতালে পরিছন্নতা নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন।
কর্মীদের অভিযোগ, “১০ থেকে ১২ দিন ধরে হাসপাতালের মধ্যে ২০ থেকে ২২ টা করোনা রোগীর মৃতদেহ পড়ে রয়েছে। সেগুলিতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া কোনো কোনো মৃতদেহের কান ছিঁড়ে কুকুরের নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠছে। এমনকি পচন ধরা মৃতদেহের দুর্গন্ধে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন ফলে তারা তাদের কাজে মনোনিবেশ করতে পারছেন না।
কর্মীদের আরো অভিযোগ যে, বারবার তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালেও কোনো সমাধান হয়নি। তাই বৃহস্পতিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়েই বিক্ষোভ দেখালেন। এরপর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যস্থতায় কর্মীরা এই বিক্ষোভ তুলে নেন।