অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিম্নচাপ সরলেও বৃষ্টির থেকে মুক্তি নেই। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোটেই বর্ষা সক্রিয় হয়েছে। আজ ভোররাত থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি ভাসছে। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, অবিরাম বর্ষণ চলছেই। আর উত্তরে তিস্তা ক্রমাগত ফুলে ফেঁপে উঠছে।
গতকাল ও আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি হবে। সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়।
এছাড়া বুধবার ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তরবঙ্গে তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। সোমবার রাতে তিস্তা ব্রিজের কাছে রাস্তার উপর উঠে আসে তিস্তার জল। মঙ্গলবার সকালেও জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। কার্যত ডুবে গেল জাতীয় সড়ক NH10-এর একাংশ। ওই রাস্তা বন্ধ হওয়ায় শিলিগুড়ি-গ্যাংটক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। তিস্তাবাজার ধরে দার্জিলিং-কালিম্পং যাতায়াতও বন্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে লেক ফেটে যে বিপর্যয় ঘটেছিল, এখনো তার রেশ রয়েছে। পলি জমে তিস্তার জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত বছর বারবার বন্যাও হয়েছে। আগামীকাল থেকে সিকিম, উত্তরবঙ্গে বৃষ্টি আরো বাড়বে। আবার আগস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here