নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি বিদ্যালয়ের ফাঁকা ক্লাসরুম থেকে এক জন শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর মৃতদেহ উদ্ধারের পর সেখান থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। মৃত শিক্ষক নাসিমউদ্দিন খান। বাড়ি পাঁশকুড়ায়।
পুলিশ প্রাথমিক তদন্তে দাবী করেছেন যে, ওই ভূগোলের শিক্ষকের সুইসাইড নোট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি মানসিক অবসাদ থেকেই এই কাজ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের সামনে গড়বেতার সানমুড়া হাইস্কুলের বৃত্তিমূলক শাখার ল্যাবরেটরি রুমে মৃত শিক্ষকের দেহের ‘ইনকোয়েস্ট’ করা হয়েছে। যার একটি ভিডিয়ো ভাইরাল হয়। আর এই ভিডিয়োর অংশকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে নানা গুজব ছড়ানো হচ্ছে। যারা এই কাজ করছে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘‘যারা এই গুজব ছড়াচ্ছে তাদের কয়েকজনকে ফেসবুকে চিহ্নিত করা হয়েছে। আর তাদেরকে মেসেজের মাধ্যমে মুছে দেওয়ার কথা বলা হয়েছে। কারণ পুরোটা না জেনে একটা অংশের ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এটা বন্ধ করা না হলে তাদের বিরুদ্ধে কড়া আইনী পদক্ষেপ নিতে হবে।”