নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর অন্দ্রহাল্লির একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠলো শিক্ষকদের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই অভিভাবকেরা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবীতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করলেন।
এই ঘটনায় জেলা শিক্ষা দপ্তর প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এই খবর পৌঁছাতেই তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। এমনকি এই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে কড়া আইনী পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারীও দিয়েছেন।
ডিকে শিবকুমার জানান, “আমরা শিশুদের দিয়ে যা খুশী তাই করাতে পারি না। ন্যাশনাল সার্ভিস স্কিম ও সেবা দলের ক্যাম্পে শিশুদের শিক্ষা দেওয়া হয় যে বৃক্ষরোপণ করতে হবে কিভাবে, বাগান তৈরী করতে হয় কিভাবে। কিন্তু শৌচালয় পরিষ্কারের বিষয়টিতে আমরা কোনোরকম অনুমতি দিইনি।”
রাজ্যের প্রাথমিক এবং মধ্যশিক্ষা মন্ত্রী মধু বঙ্গারাপ্পা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে।”