নতুন ভাবে মার্কেটে আসতে চলেছে TATA-র পণ্যবাহী গাড়ি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার মহানগরী কলকাতায় এসে পৌঁছেছে TATA Ace Pro-Ab Meri Baari ক্যাম্পেন। ভারতীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই এই গাড়ি তৈরী হয়েছে। কলকাতায় Ace Pro এর উদ্বোধনী অনুষ্ঠানে Tata Motors এর VP ও Business Head-SCV & Pickup, পিনাকি হালদার সংস্থার গ্রাহককেন্দ্রিক দর্শনের কথা তুলে ধরেন।

পিনাকী হালদার জানান, “Tata Motors সবসময় গ্রাহকদের গভীরভাবে বোঝার চেষ্টা করে। বাজারের চাহিদা অনুসারে নতুন নতুন পণ্যের উদ্ভাবন করে। Tata Ace Pro সেই লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ। যা আমাদের গ্রাহকদের জীবনকে আরো সহজ ও উন্নত করার উদ্দেশ্যে তৈরী।”

পাশাপাশি Ace Pro এর সাশ্রয়ী দামের দিকটিও তুলে ধরে বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, কলকাতায় Ace Pro BS6 পূর্ব দামের স্তরেই লঞ্চ করতে পেরেছি। তবে শুধু দামের বিষয় নয়। এই গাড়িতে AIS-096 পূর্ণাঙ্গ ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন আছে। এই সুরক্ষা ব্যবস্থাই গাড়িটিকে এই সেগমেন্টে সবচেয়ে সুরক্ষিত করে অপশন করে তুলেছে। এটি একটি ৩৬০ ডিগ্রী সমাধান যা বিভিন্ন ধরণের ব্যবহারকারীদের এবং ব্যবসার চাহিদা পূরণে সক্ষম।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930