উপযুক্ত শিক্ষার পাশাপাশি যথাযথ প্লেসমেন্টের সুযোগ এনে দিয়েছে Tarifa Memorial Institute Of Pharmacy

Share

চয়ন রায়ঃ মুর্শিদাবাদঃ চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশের মধ্যে Studentsদের future কে যথাযথ course এর মধ্য দিয়ে সাফল্যের চাবিকাঠি দিতে প্রতিষ্ঠিত হয়েছে Tarifa Memorial Institute Of Pharmacy. এই Pharmacy course এর মাধ্যমে students রা সরকারী-বেসরকারী অফিসে চাকরীর পাশাপাশি নিজেরা ব্যাবসায়িক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন।

Pharmacy Institute ছাড়াও প্রতিষ্ঠানের কর্ণধার আইজুদ্দিন মণ্ডলের উদ্যোগে গ্রামীণ দুস্থ পড়ুয়াদের জন্য একদম নুন্যতম খরচে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো একটি B.ED College প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও দুস্থ-আর্ত পড়ুয়াদের জন্য “আশিয়ানা” নামে একটি আনন্দ আশ্রম গড়ে তুলেছেন। যেখানে এই শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031