পাঠক্রম ভিত্তিক শিক্ষার সাথে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সুযোগ এনে দিয়েছে Target Point School
চয়ন রায়ঃ মালদাঃ মাতৃভাষার মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শিক্ষাব্যবস্থাকে উন্নতমানের করে তুলতে এক অনন্য নজির গড়ে তুলেছে মালদার টার্গেট পয়েন্ট স্কুল। যেখানে আগত পড়ুয়াদের যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয়। এখানে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হস্টেলের পাশাপাশি আশেপাশের এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থাও রয়েছে।
এছাড়া এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের জন্য প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধা তালিকার ভিত্তিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে। যেখান থেকে পড়ুয়ারা সাফল্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরীর সুযোগ পাচ্ছে। এর সাথে সাথে এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে।