নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার রাতে সাধক বামদেব তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। সেই উপলক্ষে প্রতি বছরই এই দিনটিতে এখানে বহু মানুষ আসেন। মূল মন্দিরের পাশে দ্বারকা নদীর পাড়ে তারাপীঠ মহাশ্মশান রয়েছে। কথিত আছে, এখানেই পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করেছিলেন। আর মা তারার দর্শন পেয়েছিলেন। এই কৌশিকী অমাবস্যার তিথিতেই বামদেব এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। সেই থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে।
এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু তন্ত্রসাধক তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন। অংসখ্য হোমকুণ্ড মহাশ্মশানে জ্বলে। তিথি অনুযায়ী, আজ বেলা ১১ টা ৫৬ মিনিটে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে। পরদিন শনিবার বেলা ১১ টা ২৪ মিনিট অবধি চলবে। এই সময়ের মধ্যেই তারপীঠে কয়েক লক্ষ মানুষ পুজো দেন। মন্দির কমিটির লোকজন জানান, “এ বছর সব মিলিয়ে পাঁচ লক্ষের বেশী মানুষের সমাগম হতে পারে। তবে কোনোরকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।”
জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। মন্দিরের মূল প্রবেশ পথগুলিতে মেটাল ডিটেক্টর গেট বসানো হয়েছে। গোটা চত্বর দু’শোটির বেশী সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। মন্দির কমিটির তরফে ১৭৫ জন বেসরকারী নিরাপত্তা কর্মী থাকছেন। এছাড়া রাজ্য পুলিশের তিনশো জন আধিকারিক, এক হাজার জন পুলিশ কর্মী সহ ১৭০০ জন সিভিক ভলান্টিয়র নিরাপত্তার দায়িত্বে থাকছেন। পুলিশের নজরদারির জন্য দশটি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরী করা হয়েছে। আর যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৩৭ টি ড্রপগেট করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here