অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ লোড টেস্টিং রিপোর্ট হাতে না আসায় নবনির্মিত টালা সেতুর উদ্বোধন কয়েক দিনের জন্য পিছিয়ে গিয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা যায়, সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ শে সেপ্টেম্বর চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টালা সেতুর উদ্বোধন হতে পারে। আজ উদ্বোধন সংক্রান্ত বিষয় চূড়ান্ত করতে দু’টি আলাদা বৈঠক হয়েছে।
একটি বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী পুলক রায় সহ সেতু নির্মাণকারী সংস্থার আধিকারিকরা অংশ নিয়েছিলেন। যেখানেই স্থির হয় যে, লোড টেস্টিং রিপোর্ট হাতে এলেই মুখ্যমন্ত্রীর কাছে উদ্বোধনের জন্য সময় চাওয়া হবে। দ্বিতীয় বৈঠকে ডেপুটি মেয়র অতীন ঘোষ অংশ নিয়েছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় দাবী উঠে এসেছে। পাশাপাশি পুজোর সময় টালা এলাকায় যান চলাচল কিভাবে হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নতুন এই সেতুটি তৈরী করতে প্রায় দু’বছর সময় লেগেছে। তাই ফিরহাদ হাকিম জানান, “প্রথম এক সপ্তাহ ওই সেতুতে ভারী যানবাহন চলাচল হবে না। এক সপ্তাহ পর থেকে বিবেচনার ভিত্তিতে ভারী যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাস মালিকদের সংগঠনগুলি চায়, উদ্বোধনের দিন থেকেই টালা সেতুতে বাস চালাতে তাই ইতিমধ্যে বাস মালিকরা পরিবহণ দপ্তরে লিখিত আবেদনও করেছেন। কিন্তু প্রশাসনও নিজেদের সিদ্ধান্তে অনড়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে স্থানীয় স্তর থেকে কলকাতা পুরসভার কাছে মোট চারটি সিঁড়ি নির্মাণের দাবী এসেছে। আগামী তিন মাসের মধ্যে ওই চারটি সিঁড়ি তৈরী করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু স্থানীয় স্তর থেকে নতুন সেতুর মাঝে সিঁড়ি তৈরীর দাবীও উঠেছিল। তবে সেই দাবী কোনোভাবেই মানা সম্ভব নয় বলে প্রশাসন জানিয়েছে। কারণ সেতু সংলগ্ন কোনো সিঁড়ি তৈরী হলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যেতে পারে তাই ঝুঁকি এড়াতে সেই সিঁড়ি নির্মাণ সম্ভব নয়।
Sponsored Ads
Display Your Ads Here