হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিখ্যাত অলিম্পিয়ান

ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ গতকাল সন্ধ্যা বেলা ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় ও অলিম্পিয়ান মার্কিস কিডো অনুশীলন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬ বছর।আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা মার্কিস কিডোর সূত্রে মৃত্যুর খবর জানা গেছে। প্রসঙ্গত, ২০০৭ সালে মার্কিস কিডো কুয়ালালামপুরে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে হেন্ড্রাকে সঙ্গী করে ডাবলসে জিতেছিলেন। ফের ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে হেন্ড্রার […]