রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নন্দীগ্রামবাসীকে উপহার দিতে চলেছেন শুভেন্দু অধিকারী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ‘‘২২ শে জানুয়ারী যখন অযোধ্যায় ভগবান রাম বিরাজ করবেন তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করুন। দীপাবলি পালন করুন। ২২ শে জানুয়ারীর সন্ধ্যে যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।’’

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এই আবেদনে সাড়া দিয়ে আজ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের এক নম্বর ও দুই নম্বর ব্লকের বাসিন্দাদের মধ্যে এক লক্ষ মাটির প্রদীপ বিতরণ করবেন। বয়াল, ভেকুটিয়া, আহমেদাবাদ, মহম্মদপুর, কেন্দামারী গোকুলনগর সহ সতেরোটি অঞ্চলের কুড়ি হাজার পরিবারকে পাঁচটি করে প্রদীপ উপহার দেবেন।


শুভেন্দু অধিকারী জানান, ‘‘২২ শে জানুয়ারী পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। প্রধানমন্ত্রীর সঙ্কল্প প্রতি ঘরে দীপাবলী উৎসবের মাধ্যমে রামচন্দ্রকে স্মরণ করা। তাই আনন্দঘন মুহূর্তকে স্মরণে রাখতেই এই এক লক্ষ প্রদীপ বিতরণ করার কর্মসূচী নেওয়া হয়েছে।’’


প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি নেতাদের উপস্থিতিতে রাজ্য জুড়ে মন্দির শুদ্ধিকরণ ও সাফাই অভিযানের কাজ চলছে। যে কর্মসূচীতে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা অংশ নিয়েছেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930