নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের যোধপুরে গণনার আগেই বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) উধাও হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস এই ঘটনার মূলে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, চলতি বছর রাজস্থানে ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে ভোট হয়েছিল। কারণ কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত থাকে। একাধিক বুথফেরত সমীক্ষার সূত্র অনুযায়ী ২০১৮ সালের মতোই এবারও এখানে নির্দল ও ছোটো দলগুলির বিধায়কেরা নির্ণায়ক হতে পারেন। আগামী রবিবার অর্থাৎ ৩ রা ডিসেম্বর রাজস্থানের পাশাপাশি তেলেঙ্গানা, মিজোরাম, ছত্রিশগঢ় এবং মধ্যপ্রদেশে ভোটগণনা হবে।