গণনাকেন্দ্র থেকে ইভিএম উধাওয়ের ঘটনায় সাসপেন্ড নির্বাচনী আধিকারিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের যোধপুরে গণনার আগেই বৈদ্যুতিন ভোটযন্ত্র (ইভিএম) উধাও হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস এই ঘটনার মূলে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে।

প্রশাসনিক সূত্রে খবর, গত ২৫ শে নভেম্বর রাজস্থানে ভোটগ্রহণ ছিল। কিন্তু পরের দিন জেলা নির্বাচনী আধিকারিক পঙ্কজ জাখরের গাড়িতে রাখা একটি ইভিএমের কন্ট্রোল ইউনিট হারিয়ে যায়। তবে ওই ইভিএমটি ভোটে ব্যবহার করা হয়নি। এই ঘটনার জেরে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ধারায় একটি এফআইআর দায়ের করেছে। আর কমিশন নির্বাচনী বিধি অনুযায়ী পঙ্কজ জাখরকে সাসপেন্ড করেছেন।

প্রসঙ্গত, চলতি বছর রাজস্থানে ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে ভোট হয়েছিল। কারণ কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত থাকে। একাধিক বুথফেরত সমীক্ষার সূত্র অনুযায়ী ২০১৮ সালের মতোই এবারও এখানে নির্দল ও ছোটো দলগুলির বিধায়কেরা নির্ণায়ক হতে পারেন। আগামী রবিবার অর্থাৎ ৩ রা ডিসেম্বর রাজস্থানের পাশাপাশি তেলেঙ্গানা, মিজোরাম, ছত্রিশগঢ় এবং মধ্যপ্রদেশে ভোটগণনা হবে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031