নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশবাসী অত্যন্ত উদ্বিগ্ন। বর্তমানে করোনা সংক্রমণের সংখ্যা তিন হাজারের উপরেই রয়েছে। সেই জায়গায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ভ্যা্কসিন নিতে কাউকে জোর করা যাবে না।
উল্লেখ্য যে, এর আগে একাধিক সংস্থা ও ইন্সিটিউট যেমন শপিং মল এবং কর্মক্ষেত্র প্রবেশের জন্য ভ্যাক্সিন আবশ্যক করে দিয়েছিল আর তাতে ভ্যাক্সিন না নেওয়া বহু মানুষ এই সব জায়গায় যেতে পারছিলেন না। তাই একটা অংশের মানুষ ভ্যাক্সিন ম্যান্ডেটারির করার বিরোধীতা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকার প্রয়োজনে এই বিষয়ে পলিসি তৈরী করতে পারে। কিন্তু ভ্যাক্সিনেশনের বিষয়টি কম্পালসারি করা যেতে পারে না। ভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here
কারোর ভ্যাক্সিন না নেওয়া থাকলে তাকে যে কোথাও প্রবেশাধিকার দেওয়া হবে না সেটাও আইনসঙ্গত হতে পারে না। এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন যার বলে দেশ জুড়ে কোভিড রুল মানা হচ্ছিল সরকার সেই আইনও প্রত্যাহার করে নিয়েছে। অতএব এই মুহূর্তে দেশে কোভিড প্রোটোকল নিয়ে কোনো সীমাব্ধতা নেই।
Sponsored Ads
Display Your Ads Here