অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রতিবারের ন্যায় রামনবমীকে ঘিরে আবার বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। গতকাল উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্রাফিক মোড় পথ অবরোধ করে সভা করেন। সেখান থেকে রামনবমী নিয়ে বড়ো হুঁশিয়ারী দিলেন। এদিন সুকান্ত মজুমদার জানান, ‘‘রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কেউ অশান্তি করার চেষ্টা করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’’
কোনো মতেই রাজ্যে রামনবমী যেন রুখে দেওয়া না হয়, সেই বিষয় দলের নেতা-কর্মীদের নজর রাখার দায়িত্ব দিলেন। এমনকি, যদি পুলিশও বাধা দিতে আসে, তাহলে পাল্টা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই রামনবমীর দিন আবার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে কেকেআর বনাম একএসজির আইপিএল ম্যাচ আয়োজন হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সিএবিকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, ‘রামনবমীর জন্য সেই দিন ক্রিকেটের নন্দনকাননে IPL এর ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।
Sponsored Ads
Display Your Ads Here
কারণ, একটা ম্যাচ আয়োজন করতে যে পর্যাপ্ত পুলিশবাহিনী ও নিরাপত্তা প্রয়োজন। তা একই দিনে দুই জায়গায় দেওয়া সম্ভব নয়।’ অবশ্য সুকান্ত মজুমদার এই ম্যাচ বাতিলকে অবশ্য রাজনৈতিক আখ্যা দিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে বলেন, ‘‘এরা রামনবমী করতে পারে না, আর রামনবমী হলে বলে যে আইপিএল হবে না। শুনলাম, কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তো বিজেপির সরকার। হিমন্ত বিশ্ব শর্মা একইদিনে আইপিএল এবং রামনবমী করাতে পারলে, বাংলা কেন পারছে না?’’
Sponsored Ads
Display Your Ads Here