রাজ খানঃ বর্ধমানঃ পারিবারিক অশান্তি জেরে নিজের বছর সাতেকের পুত্রকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধু। পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার অমরপুর গ্রামের ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=3ufVP0n3vyc
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মঘাতী গৃহবধুর নাম সুষমা মালিক। বয়স ২৫ বছর। পুত্রের নাম মহাদেব মালিক। বয়স ৭ বছর। এই ঘটনার পর থেকেই স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রায়ই স্বামী পরকীয়ার সন্দেহের বশে সুষমাকে মারধর করতেন। এর ফলে প্রায় পরিবারে অশান্তি লেগে থাকতো। গতকালও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এর জেরেই সুষমা নিজের পুত্র মহাদেবকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=k_0XXVMuBWU
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনা নিছকই আত্মহত্যার ঘটনা নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।