নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর ধনিয়াখালির দশঘড়া রায়পাড়ায় ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। মা-বাবা ও বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন প্রমথেশ ঘোষাল নামে একজন গৃহশিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকেই প্রমথেশ সিরোসিস অব লিভারে ভুগছিলেন। কিন্তু হঠাৎ মা-বাবা এবং গর্ভবতী বোনকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কেটে খুন করে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর বিষয়টি জানাজানি হতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আজ সকালবেলা পুলিশ খবর পেয়ে প্রমথেশের বাড়িতে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতেরা হলেন ৬৮ বছর বয়সী অসীম ঘোষাল, ৬০ বছর বয়সী শুভ্রা ঘোষাল এবং ৩৩ বছর বয়সী পল্লবী চট্টোপাধ্যায়। বোন পল্লবী ভাইফোঁটা উপলক্ষে বাপের বাড়ি এসেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রমথেশ খুব আর্থিক অনটনে পড়েছিলেন। এর উপর মা-বাবা ও নিজের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেয়ে মানসিক অবসাদেও ভুগছিলেন। তবে প্রমথেশকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিতভাবে আরো তথ্য জানার চেষ্টা চালানো হবে।
Sponsored Ads
Display Your Ads Here