নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের জন্য নরেন্দ্র মোদী তিন দিনের জন্য মিশর সফরে যেতে চলেছেন। তিন দিনের আমেরিকা সফর শেষ করে আজ মিশরে পৌঁছাবেন। নির্ধারিত সময় অনুযায়ী, সন্ধ্যাবেলা ৬টা ১৫ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করবেন।
আর এদিনই রাতেরবেলা ৮টা ৪০ মিনিটে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে মিশরে বসবাসকারী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করতে পারেন। আর আগামীকাল মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসির সাথে বৈঠকে করবেন।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ দুই দেশের রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক বৈঠকের মাধ্যমে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণা করবেন। পাশাপাশি মিশর প্রশাসন ভারতীয় উদ্যোগপতিদের হাতে সুয়েজ ক্যানালের তীরবর্তী ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোনের’ একাংশ তুলে দিতে পারেন।
সুয়েজ খালের বাণিজ্যিক সহ ভূকৌশলগত দিক থেকেও বিশেষ গুরুত্ব রয়েছে। ভূমধ্যসাগরের সাথে ভারত মহাসাগর ও লোহিত সাগরের সাথে সংযোগ রক্ষাকারী এই খালের মাধ্যমেই প্রতিদিন পাঁচ লক্ষ ব্যারেল অশোধিত তেল জলপথে ভারতে যায়। অন্যদিকে, এদিন নরেন্দ্র মোদী মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পর এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান মিশরে যাচ্ছেন। আর চলতি বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মিশরের প্রেসিডেন্ট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর জোট নিরপেক্ষ আন্দোলনের সময় থেকেই ভারত মিশরের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। তবে সম্প্রতি কাশ্মীরে জি২০ গোষ্ঠীর একটি বৈঠকে চীন, তুরস্ক, পাকিস্তানের মতোই মিশর উপস্থিত ছিল না।