নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ দুপুরবেলা নাগপুরের কলমনা স্টেশনের কাছে ছত্রপতি শিবাজী টার্মিনাস-শালিমার এক্সপ্রেসের দু’টি কামরা রেললাইন থেকে একেবারে ছিটকে গিয়েছে। তবে এখনো এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। কিন্তু যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, এদিন ডাউন ছত্রপতি শিবাজি টার্মিনাস-শালিমার এক্সপ্রেস ট্রেনটি কলমনা স্টেশন পার করার পরই দুর্ঘটনার মুখে পড়ে। আর ইঞ্জিনের পিছনে থাকা পর পর দু’টি কামরা রেললাইন থেকে হড়কে নীচে নেমে যায়। তবে বিপদের আঁচ পেতেই ব্রেক কষে ট্রেন থামানো হয়। এদিকে কামরা লাইনচ্যুত হওয়ায় তীব্র ঝাঁকুনি হলেও কোনো ভয়াবহ বিপদ হয়নি। এদিকে অনেক যাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে ট্রেন থামতেই নেমে পড়েন।
দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের আধিকারিক দিলীপ সিং এই প্রসঙ্গে জানান, “ইঞ্জিনের পরে থাকা পার্সেল ভ্যান ও এস-২ কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি। শীঘ্র যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রেল প্রশাসন কাজ করছে। আর রেলের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”