নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ বেলা ১২ টা নাগাদ হাওড়ার সাঁকরাইলে একটি চিপস তৈরীর কারখানায় ভয়াবহ আগুন লাগে। চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই খবর পেয়ে প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা ওই কারখানাটিতে আগুন দেখা মাত্রই দমকল কর্মীদের খবর দেন। আগুন লাগার সময় কারখানাটি খোলা ছিল। আর দুর্ঘটনার সময় কারখানায় ২৫০ জন কর্মী ছিলেন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান।
এরপর একে একে দমকলের মোট ২০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু কারখানার দেওয়ালের কারণে আগুন আয়ত্তে আনতে বাধা পাওয়ায় জেসিবির মাধ্যমে ওই দেওয়াল ভেঙে ফেলা হয়। তারপর সেই পথে কারখানায় ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। জলের সমস্যা দেখা দেওয়ায় নয়নজুলি থেকে জল সংগ্রহ করা হয়েছে।
কারখানার ভিতরে প্রচুর চিপস প্যাকেট বন্দি অবস্থায় থাকায় তা পুড়ে গিয়েছে। আগুনের জেরে কারখানার ছাদের একাংশ ভেঙে পড়েছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপযুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।