নিজস্ব সংবাদদাতাঃ কার্শিয়াংঃ শুক্রবার কার্শিয়াংয়ে লাইনচ্যুত হয়ে রাস্তার উপর উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। তবে এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি।
কর্তৃপক্ষ সূত্রে খবর, কার্শিয়াং থেকে দু’টি কামরা সহ ইঞ্জিনটিকে তিনধারিয়া শেডে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কার্শিয়াং স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তার উপর উল্টে যায়। তবে ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। চালক ও সহ চালক থাকলেও আহত হননি।
বেশ কিছুক্ষণ ইঞ্জিনটি রাস্তার উপর পড়ে থাকার পর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেনটিকে সরানোর কাজ শুরু করে। এই ঘটনায় কার্শিয়াংগামী রাস্তায় যান চলাচল কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়ে পড়ে।