নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের শিবপুরি এলাকায় ভারতীয় বায়ুসেনার বিমান আকাশ থেকে মাটিতে এসে পড়তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। প্রাথমিক ভাবে জানা যায়, বায়ুসেনার মিরেজ ২০০০ বিমানটি যান্ত্রিক কিছু গোলযোগের জেরেই এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় পাইলট গুরুতর ভাবে আহত হয়েছেন।
এদিন বিমানটির গন্তব্য পাঁচশো কিলোমিটার দূরের ধনা শহর ছিল। কিন্তু ২৫০ কিলোমিটার যাওয়ার পরেই আকাশ থেকে খসে পড়ে। তবে ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার দুই জন জওয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, প্রশিক্ষণ ছাড়াও বায়ুসেনার নানা গুরুত্বপূর্ণ কাজে আগেও বায়ুসেনার এই মিরাজ ২০০০ বিমান ব্যবহার হয়েছে। যুদ্ধবিমানটি সিঙ্গল ইঞ্জিন সহ ফরাসী প্রযুক্তিতে তৈরী করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here