নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল রাত ১২ টা নাগাদ হঠাৎই কেঁপে উঠলো সমগ্র উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দক্ষিন দিনাজপুরে এই কম্পন অনেকটাই অনুভূত হয়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই ভূকম্পনের উত্সস্থল মায়ানমারের ম্যান্ডেল প্রদেশের মনিওয়া নামক এলাকা থেকে ৪৬.১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১৪৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৫.৫ ছিল। সেই কম্পনের জেরেই প্রায় ৬০০ কিলোমিটার ব্যসার্ধ এলাকা কেঁপে উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে এই ভূকম্পন অনুভূত হয়। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অংশেও এই তীব্র ভূকম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গবাসী ভূকম্পনের আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও এখনো পর্যন্ত এই ভূকম্পনের জেরে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা সামনে আসেনি।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code