নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গত কয়েক দিন ধরে নভি মুম্বইয়ে ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে আজ সকালে এখানকার বেলাপুরে একটি চার তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন। এই ঘটনায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ওই বিল্ডিংয়ে মোট তেরোটি ফ্ল্যাট ছিল। বাড়িটির এক দিকে বিপজ্জনক ভাবে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এছাড়া পুরসভার আধিকারিকরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যে ওই বাড়ির অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আর দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নভি মুম্বই পুরসভার কমিশনার কৈলাস শিন্ডে জানান, “এই বাড়িটি প্রায় দশ বছরের পুরোনো। কিন্তু ভেঙে পড়ল কি কারণে তা এখনো স্পষ্ট নয়। তবে বৃষ্টির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও বাড়িটি নির্মাণে কোনো গলদ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এছাড়া বাড়িটির মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here