চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বাড়ির বারান্দার গ্রিল থেকে শুরু করে সব উড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পরপর দু’বার সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয়, ঠিক কী কারণে দ্বিতীয়বার বিস্ফোরণ হয়েছে। আর ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালবেলা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। পরপর দু’বার সেই বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। ঘটনার সময় বিধ্বংসী আকার নেয় আগুন। দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তাঁদের দু’টি সিলিন্ডার ছিল। একটি রিজার্ভে রাখা থাকত। পরপর দু’টি সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।