হঠাৎই মেট্রো সহ ব্রিজ ভেঙে পড়লো রাস্তায়
ব্যুরো নিউজঃ মেস্কিকোঃ মর্মান্তিক দৃশ্যটি দেখা মাত্র শিউরে উঠল গোটা শহর। এ যেন এক সিনেমার দৃশ্য।
গতকাল রাতে মেক্সিকোর রাজধানীতে মেট্রো রেলের ব্রিজ ভেঙে পড়ে নিহত হলেন ২০ জন। আহত হন প্রায় ৫০ জন। মেট্রোটি ব্রিজ দিয়ে ছুটে যাওয়ার সময় সেটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়, মেট্রোটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। শহরের অন্যতম ব্যস্ততম এলাকার ব্রিজের নীচে কিছু গাড়ি দাঁড়িয়েছিল। আবার অন্যান্য দিনের মতোই মেক্সিকো সিটির রাস্তায় গাড়িও চলছিল। তখনই রাস্তার পাশে ব্রিজের ওপর দিয়ে মেট্রো ছুটে যাচ্ছিল। এরপর আচমকাই মেট্রোটা কিছু দূর যেতে না যেতেই ব্রিজটা ভেঙে পড়ার সাথে সাথে দুর্ঘটনার কবলে পড়া মেট্রোটিও রাস্তায় পড়ে যায়।
ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন। এর পাশাপাশি স্থানীয় মানুষ জনও উদ্ধার কাজে হাত লাগান। উদ্ধার করার সময় দেখা যায় অনেকেই ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন।