নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ গভীর রাতেরবেলা অন্ধ্রপ্রদেশ পুলিশের পাঁচশোর বেশী অফিসার ও কনস্টেবলের একটি দল সীমানা টপকে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গনায় ঢুকে কৃষ্ণা নদীর নাগার্জুন সাগর বাঁধের দখল নিয়ে নিল। এরপর বাঁধের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের আপত্তি উড়িয়ে বাঁধের গেট খুলে কয়েক হাজার কিউসেক জল দখল করেছে।
তেলঙ্গানার মুখ্যসচীব শান্তি কুমারী জানান, ‘‘অন্ধ্র পুলিশ বাঁধের সিসিটিভি ভেঙে, জোর করে পাঁচ নম্বর এবং ৭ নম্বর লকগেট খুলে খালে জল ঢুকিয়েছে। বেআইনী ভাবে প্রায় পাঁচ হাজার কিউসেক জল দখল করা হয়েছে। এই ঘটনার জেরে নলগোন্ডা, নগরকুর্নুল মেহবুবনগরের মতো দক্ষিণ তেলঙ্গানার জেলাগুলিতে উত্তেজনা তৈরী হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
অন্ধ্রপ্রদেশ পুলিশের আচমকা এই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরী হয়েছে। গতকাল ওই রাজ্যে বিধানসভা ভোট ছিল। আর রবিবার গণনা। ফলে তার আগেই প্রশাসনিক ব্যস্ততার সুযোগ নিয়ে এই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কৃষ্ণা নদী পরিচালন পর্ষদের অভিযোগের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অন্ধ্রপ্রদেশ সরকারকে অবিলম্বে ২৮ শে নভেম্বরের আগেকার স্থিতাবস্থায় ফিরে যেতে নির্দেশ দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা দু’রাজ্যের আধিকারিকদের সাথে বৃহস্পতিবার ও শুক্রবারের বৈঠকে প্রস্তাব দেন, ‘‘ভবিষ্যৎ অশান্তির সম্ভাবনা এড়াতে নাগার্জুন সাগর বাঁধের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের হাতে তুলে দেওয়া হোক। আর দু’ রাজ্যই তা মেনে নিয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
ওয়াইএসআর কংগ্রেস পরিচালিত অন্ধ্রপ্রদেশ সরকারের সেচমন্ত্রী অম্বাতি রামবাবু বলেন, ‘‘দ্বিপাক্ষিক জলবণ্টন চুক্তি মেনেই জল নেওয়া হয়েছে। আমরা কোনো চুক্তি লঙ্ঘন করিনি। কৃষ্ণা নদীর জলের ৩৪ শতাংশ তেলঙ্গানা এবং ৬৬ শতাংশ অন্ধ্রপ্রদেশের প্রাপ্য। আমরা এক ফোঁটা জলও ব্যবহার করিনি যা আমাদের প্রাপ্য নয়।’’