নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ যখন গোরু পাচারের মামলাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় তখন গতকাল বাঁকুড়ার কোতুলপুরের খিরি গ্রামে একের পর এক বাড়ি থেকে গোরু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই গোরু চুরির ঘটনা নিয়ে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![]()
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই গোরু পালন করা হয়। কোনো দিন গ্রামে গোরু চুরির ঘটনা না ঘটায় অধিকাংশ পরিবারে গোয়াল খোলামেলা অবস্থায় থাকে। আর সেই সুযোগে গভীর রাতেরবেলা একদল গোরু চোর ওই গ্রামে হানা দিয়ে ওই গ্রামের চারটি গোয়ালে বেঁধে রাখা মোট আটটি গোরু নিয়ে চম্পট দেয়।
আর আজ ভোরবেলা বিষয়টি নজরে আসতেই গোরুর খোঁজ শুরু হলে গ্রাম লাগোয়া এলাকায় একটি ফাঁকা জায়গায় একটি গোরুকে বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়া যে জায়গায় বাঁধা ছিল সেখানে গাড়ির চাকার স্পষ্ট দাগ রয়েছে। তাই মনে করা হচ্ছে, গ্রাম থেকে গোরুগুলিকে চুরি করে প্রথমে হাঁটিয়ে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হয়।
এরপর সেখান থেকে কোনো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রাম থেকে আটটি গোরু বাইরে আনা হলেও সম্ভবত গাড়িতে জায়গার অভাবের কারণে একটি গোরুকে চোরের দল নিয়ে যেতে পারেনি। কোতুলপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়েছে।