নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ শনিবার থেকেই রাজস্থানের কারাউলি জেলার বড়াপদা, বায়ানিয়া, শাহগঞ্জ ও কাসাইবড়া গ্রামে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ছিলেন। আর চার দিনে সেই সংখ্যা একশো জন ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে ওই সমস্ত গ্রামের ছিয়াশি জন প্রাপ্তবয়স্ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর আটচল্লিশ জন শিশু ও কিশোর-কিশোরীকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। কিন্তু সম্প্রতি একই ভাবে অসুস্থ শাহগঞ্জের বাসিন্দা ১২ বছর বয়সী দেবকুমার নামে এক জন কিশোরের মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অসুস্থতার জন্য কোনো রোগ নয়, এলাকার পানীয় জলই মূল কারণ। কোনো কারণে পানীয় জল বিষাক্ত হওয়ায় সেই জল গ্রামবাসীরা খাওয়ায় বমি এবং ডায়েরিয়াজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন। এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় প্রশাসন এলাকার জল দূষিত হলো কিভাবে তা জানতে তদন্ত শুরু করেছেন।